করোনার কারণে এবারও হচ্ছেনা বই উৎসব: শিক্ষামন্ত্রী |
অনলাইন ডেস্কঃ ২০১১ সাল থেকে সরকার ১ জানুয়ারি জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালন করে আসছে। তবে করোনা মহামারীর কারণে ২০২০ সাল ও ২০২১ সালে এ উৎসব পালন করা যায়নি, এবারও ২০২২ সালে বই উৎসব হবে না।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনা মূল্যের পাঠ্যবইয়ের ছাপার কাজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, ' এ বছর বই উৎসব করার মত অবস্থা নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই ক্লাস ধরে ধরে শিক্ষার্থীদের এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হবে। কাজেই বিতরণে কোনো সমস্যা হবেনা। আমাদের শিক্ষার্থীদের সবাই সময়মত বই পেয়ে যাবে।'
তিনি আরো বলেন, 'প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের প্রায় ২১ কোটি বই ইতোমধ্যে বাঁধাই হয়ে গেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পৌঁছে যাবে। তারপরেও কিছু বাকি থাকলে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
আরো পড়ুন-
বইয়ের মান নিয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ' আগের সমস্যাগুলো সংশোধন করা হয়েছে। আমরা চাই বইয়ের মান ঠিক থাকুক। আমরা যদি জানতে পারি কেউ বইয়ের মান খারাপ করেছে, সেটি চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরো বলেন,' তার মানে এই নয় এবার ভুল থাকবে না। পাঠ্যপুস্তকের মান ঠিক আছে কিনা সেটি নিশ্চিত হতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তরফ থেকে মনিটরিং করা হচ্ছে। কোথাও ভুল পাওয়া গেলে সেটি সংশোধন করা হচ্ছে।'
এ সময় তিনি বলেন, পাঠ্যপুস্তক ছাপানোর কাজে যারা অনিয়ম করবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে। ভবিষ্যতে তাদের কোনো কাজ দেওয়া হবেনা বলে হুশিয়ারি করেন।
-শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link