মার্চ পর্যন্ত স্কুল-কলেজে স্বল্প পরিসরে ক্লাস চলতে পারেঃ শিক্ষামন্ত্রী |
করোনা মহামারীর কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বল্প পরিসরে ক্লাস চলছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকে শ্রেণি কার্যক্রম শুরু হলেও আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়ের মতই স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আশঙ্কায় জানুয়ারি থেকে শ্রেণি কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে না। তবে, আগামী মার্চ পর্যন্ত যদি সংক্রমণ না বাড়ে তাহলে এরপর থেকে স্কুল - কলেজে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনা মূল্যের পাঠ্যবইয়ের ছাপার কাজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'ওমিক্রন নিয়ে এখনো শেষ কথা বলার সময় আসেনি। ওমিক্রন যুক্তরাষ্ট্রে, ইউরোপে ব্যাপকভাবে ছড়াচ্ছে। এ জন্য বোধহয় আমাদের আরেকটু মনিটরিং করা দরকার।'
আরো পড়ুন-
শিক্ষা মন্ত্রী বলেন, 'আমাদের দেশে মার্চ মাসে করোনা সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না যে আমরা নিরাপদ আছি। কাজেই আমাদের সতর্কতা ষোলো আনা রাখতে হবে।'
মন্ত্রী বলেন, ' আমরা ওমিক্রনের বর্তমান পরিস্থিতি মার্চ পর্যন্ত মনিটরিং করবো। যদি মার্চ পর্যন্ত এ রকম চলে, মার্চে যদি না বাড়ে তাহলে আমরা বলতে পারি পুরো সময় ধরে বিদ্যালয় চলবে।'
বই বিতরণের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে এ বছরেও বই উৎসব হবে না। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। ৯৫ শতাংশ বই অধিকাংশ স্কুলে পৌঁছে যাবে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির ৭ তারিখের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, ' প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের প্রায় ২১ কোটি বই ইতোমধ্যে বাঁধাই হয়ে গেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পৌঁছে যাবে। তারপরেও কিছু বাকি থাকলে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
- শিক্ষার খবর ডট কম
2 Comments
খুব ভাল
ReplyDeleteNice post
ReplyDeleteDo not share any link