খুলনা বিশ্ববিদ্যালয় |
অনলাইন ডেস্কঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি ২০২২ সাল রবিবার থেকে যথারীতি শুরু হবে।
সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বিশ্বিদ্যালয়ের প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, সভায় ২০২০ - ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি ২০২২ সাল রবিবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রণয়ন করা হবে জানানো হয়।
খুবি প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত হলচার্জ এখন থেকে বছরে একেবারের পরিবর্তে দুই ভাগে প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশনের সময় গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, সকল হলের প্রভোস্টবৃন্দ এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।
- শিক্ষার খবর
0 Comments
Do not share any link