সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে, বিস্তারিত দেখুন


 

এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ 

অনলাইন ডেস্কঃ অবশেষে গতকাল ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল -২০২১ প্রকাশিত হয়েছে। কিন্তু অনেকের ফলাফল আশানুরূপ হয়নি। তারা চাইলে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। 

রেজাল্ট বের হওয়ার পর অনেকে ভালো করেছে আবার অনেকেই খারাপ রেজাল্ট করেছে। আবার অনেক সময় বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষার ফল আসেনা অথবা ভুল আসে, তাদের জন্য পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণের সুযোগ থাকে। 

ফলাফল প্রকাশের পর অনেকের কোনো বিষয়ের ফলাফল নিয়ে সন্দেহ থাকে। সন্দেহ থাকলে তারাও পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে।

ফলাফল প্রকাশের পরেরদিন থেকে পরবর্তী ৭ দিন ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ আছে। 

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া চলবে ৩১-১২-২০২১ থেকে ০৬-০১-২০২২ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

আরও পড়ুন-

এসএসসি ফলাফল -২০২১ পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া:

পুনঃনিরীক্ষণের জন্য শুধু মাত্র টেলিটক মোবাইল এর মাধ্যমে করা যাবে।

প্রথমে মোবাইল এর Message অপশনে গিয়ে লিখবেন:

RSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে Subject Code লিখে 16222 নম্বরে Send করতে হবে।

উদাহরণ: যশোর বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি 1234567 হয় তবে তার বাংলা বিষয়ের জন্য আবেদন লিখতে হবে এভাবে।

    RSC<স্পেস>JES<স্পেস>1234567<স্পেস>101

  • এরপর Message টি 16222 নম্বরে send করতে হবে
  • Send করার পরে টেলিটক থেকে Pin Code সহ একটি Message আসবে। Pin Code টিকে তুলে নিতে হবে। ধরুন Pin Code টি হলো 54321
  • দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন কোড লিখে স্পেস দিয়ে নিজস্ব যেকোনো মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

      যেমন: RSC<স্পেস>YES<স্পেস>54321<স্পেস>01913xxxxxx

      এরপর সেন্ড করতে হবে 16222 নম্বরে।

  • এরপর টেলিটক থেকে ট্রাকিং নম্বরসহ মেসেজ গ্রহণের একটি বার্তা আসবে।
  • একাধিক বিষয় নীরক্ষণ করতে বিষয় কোড নম্বর লিখতে হবে কমা দিয়ে। যেমন 101,107,109
       যেমনঃ RSC<স্পেস>JES<স্পেস>1234567<স্পেস>101,107
  • প্রতিটি বিষয়ে এবং প্রতিটি পত্রের আবেদনের জন্য 125 টাকা করে চার্জ করা হবে 
    এসএসসি বিষয় ও কোড নিচে দেওয়া হলঃ 
  • BANGLA – 101
  • ENGLISH – 107
  • MATHEMATICS – 109
  • GEOGRAPHY AND ENVIRONMENT – 110
  • ISLAM AND MORAL EDUCATION – 111
  • HIGHER MATHEMATICS – 126
  • SCIENCE – 127
  • AGRICULTURE STUDIES – 134
  • PHYSICS – 136
  • CHEMISTRY – 137
  • BIOLOGY – 138
  • CIVICS AND CITIZENSHIP – 140
  • BUSINESS ENTREPRENEURSHIP – 143
  • ACCOUNTING – 146
  • PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
  • HOME SCIENCE – 151
  • FINANCE AND BANKING – 152
  • INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
  • CAREER EDUCATION – 156
    -শিক্ষার খবর ডট কম

Post a Comment

0 Comments