এসএসসি পরীক্ষার্থী- ২০২১ |
মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি এর রেজাল্ট ২০২১:
আপনি এসএমএস এর মাধ্যমে এসএসসি এর রেজাল্ট জানতে পারবেন। রেজাল্ট প্রকাশের দিন দুপুর ১ টার পর মোবাইল থেকে এসএমএস পাঠানোর মাধ্যমে এসএসসি এর রেজাল্ট জানা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে
- প্রথমে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC/ DAKHIL
- তারপর একটু স্পেস দিবেন।
- এরপর আপনার বোর্ডের নামের তিনটি অক্ষর টাইপ করতে হবে।
যেমন: ঢাকা বোর্ড হলে হবে - DHK
- তারপর আবার একটু স্পেস দিবেন।
- এরপর রোল নম্বর লিখতে হবে।
- এরপর আবার আরেকটা স্পেস দিতে হবে।
- এরপর 2019 টাইপ করতে হবে
- এরপর এসএমএস টি পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SSC<SPACE>DHK<SPACE>12345678
সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম:
- ঢাকা বোর্ড - DHK
- কুমিল্লা বোর্ড - COM
- চট্টগ্রাম বোর্ড - CHI
- রাজশাহী বোর্ড - RAJ
- যশোর বোর্ড - JES
- বরিশাল বোর্ড - BAR
- সিলেট বোর্ড - SYL
- দিনাজপুর বোর্ড - DIN
- টেকনিক্যাল বোর্ড - TEC
- মাদ্রাসা বোর্ড - MAD
অনলাইনে এসএসসি রেজাল্ট জানার পদ্ধতি:
- প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করুন - www.educationboardresults.gov.bd
- আপনার পরীক্ষার নাম নির্বাচন করুন
- আপনার পরীক্ষার সন নির্বাচন করুন
- আমার বোর্ডের নাম নির্বাচন করুন
- আপনার এসএসসি রোল নম্বর দিন
- আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন
- এর নিচের বক্সে গণিত সমাধান করুন
যেমন: 8+2=10
অবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
-শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link