সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

সংক্রমণ আরও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে: শিক্ষামন্ত্রী

সংক্রমণ আরও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে: শিক্ষামন্ত্রী
সংক্রমণ আরও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে: শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক: করোনা ভাইরাস আরও বেড়ে গেলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কিন্তু করোনা সংক্রমণের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের  পরিকল্পনা নেই বলেও জানান।


আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানান শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে যাতে অনলাইনে ক্লাস নেওয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে। 


শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা সব প্রতিষ্ঠানে রাখার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। এটা বাস্তবায়ন করা হবে। উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।


মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৮৫ লাখ টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। 


করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো স্বল্প পরিসরে ক্লাস চলছে। এর মধ্যে করোনা নতুন ধরন ওমিক্রণ দেশে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। গতকয়েক মাসের ব্যবধানে দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে পাঁচ - ছয় গুণের বেশি।


আরও পড়ুন-

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ


সর্বশেষ দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন। সংক্রমণ বৃদ্ধির এ প্রবণতা অশুভ ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার।


তবে এর মধ্যেই জনজীবনকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চলতি সপ্তাহেই করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে বৈঠকে বসবেন তারা। 

- শিক্ষার খবর ডট কম 


Post a Comment

0 Comments