শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবর 'গুজব' |
অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে গুজবে কান দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে। যেটা গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময়ে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের উর্দ্ধগতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে এ বিষয়ে আবার মিটিং হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বর্তমানে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরত্ব দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো রকমের গুজবে কান না দিতে। আগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন-
প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন শপথ পাঠের নির্দেশ
এইচএসসি পরীক্ষা - ২০২১ এর ফল প্রকাশের তারিখ ঘোষণা(HSC exam result publish date)
- শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link