সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

আগামী দুই সপ্তাহের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী


আগামী দুই সপ্তাহের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ স্বাস্থ্যমন্ত্রী
আগামী দুই সপ্তাহের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক: করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে অবশেষে আবারও আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো সরকার। 

 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


তিনি বলেন, স্কুল - কলেজের শিক্ষার্থীদের সংক্রমণের হার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। এই মুহূর্তে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা খুব জরুরী। আমরা প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুই সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। 

আগামী ২ সপ্তাহ পর পরিস্থিতি বিচার বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কিংবা বন্ধ রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি - বেসরকারি অফিস আদালত অর্ধেক জনবল দিয়ে চলবে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। খুব শিগগির এটা কার্যকর করা হবে। 


আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম - সচিব মো. সাকিবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি ২০২২ সাল থেকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যায়গুলো স্ব স্ব ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক - রাজনৈতিক-ধর্মীয় অনুষ্ঠানে একশ এর বেশি জনসমাবেশ করা যাবে না। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানা সমূহে, কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। বাজার/শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশন সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 


আরও পড়ুন-

ভেরিফিকেশন চলমান রেখেই ৩৮ হাজার শিক্ষকের সুপারিশপত্র প্রকাশ 

- শিক্ষার খবর ডট কম


Post a Comment

0 Comments