প্রয়োজনে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবো: শিক্ষামন্ত্রী |
অনলাইন ডেস্কঃ
বর্তমানে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ধীরে ধীরে সারাবিশ্বে বিস্তার লাভ করছে। প্রায় ৩০টির মত দেশে অমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশেষকরে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে চলেছে। করোনা বিস্তার এর প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বে কিনা এ সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা সবসময় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেশে করোনা সংক্রমণের হার এখনো নিম্নমুখী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মত এখনো পরিস্থিতি তৈরি হয়নি।
তিনি আরো বলেন, আমাদের যদি মনে হয়, শিক্ষক - শিক্ষার্থীদের সাস্থ্যসুরক্ষার জন্য ক্লাস কমাতে হবে, তাহলে কমিয়ে দিবো। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পূর্বের মত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টটিউটে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে এখনও করোনা সংক্রমণের হার কম, প্রায় ৩ ভাগেরও কম। প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। ইতোমধ্যে কয়েকজনের দেহে অমিক্রমন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সাবধান থাকতে হবে এবং সাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আরও পড়ুন-
ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২২ সার্কুলার। DBBL SSC Scholarship 2022
এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে, বিস্তারিত দেখুন
দীপু মনি আরো বলেন, বিগত বছরগুলোতে মার্চ মাসে আমাদের দেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বোঝা যাচ্ছেনা। আমরা সাস্থ্যবিধি মানলে সংক্রমণ আরো কমতে পারে।
কয়েকদিন আগে গত ৩০ ডিসেম্বর এসএসসি রেজাল্ট প্রকাশের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যদি করোনা সংক্রমণ বাড়ে তাহলে স্কুলগুলো চালু রাখা সম্ভব হবেনা। সে কারণে অনলাইন শিক্ষা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সেই ব্যবস্থাটা নিতে হবে।
দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে ২০২০ সালের মার্চ মাসের শেষের দিক সব শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে নিয়ন্ত্রণে আসলে ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়। এখনো স্বল্প পরিসরে ক্লাস চলমান আছে।
- শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link