করোনা সংক্রমন কমলে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেঃ শিক্ষামন্ত্রী
করোনা সংক্রমন কমলে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেঃ শিক্ষামন্ত্রী |
অনালাইন ডেস্কঃ ২১ জানুয়ারি শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, সংক্রমণের হার কমে গেলে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, হঠাৎ করেই শিশুদের মধ্যে করোনা সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সকালেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়, পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ থাকবে। এসময় তিনি টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে নির্দেশনা আমরা পেয়েছি এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর ক্ষুদে প্রাথমিক শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, আমরা সবসময় বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা সংক্রমণের হার কমে গেলে পুনরায় স্কুল - কলেজ খোলা হবে। তবে এখন অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা চলাচল করবে। করোনা সংক্রমণ কমে গেলে আবারো ক্লাসে ফিরবে তারা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনিক কাজে অংশ নিতে পারবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থী ও শিক্ষক সমিতির সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে রাতে আলোচনা করবো।
সব কিছু খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে করোনা সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, আমরা একান্ত বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছি। এটি কতটুকু ফলপ্রসু হবে তা নির্ভর করবে আমাদের সকলের উপর। এ পরিস্থিতির উন্নতি করতে হলে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান।
আরও পড়ুন-
২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ(SSC Short Syllabus - 2022)
দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় নতুন পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রথম নির্দেশনায় ১৬ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ বন্ধ থাকবে।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।
তৃতীয় নির্দেশনায় রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ, অনুষ্ঠানসমূহে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসবক্ষেত্রে যারা যোগদান করবেন – তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি- বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ববহন করবে।
পঞ্চম ও শেষ নির্দেশনায় বলা হয়েছে, বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।
- শিক্ষার খবর ডট কম
1 Comments
Nice content!
ReplyDeleteDo not share any link