দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ |
অনলাইন ডেস্কঃ প্রাথমিকসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার দল গঠন করা হবে। ক্ষুদে ডাক্তারের দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষককে অবহিত করবেন।
দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জানাতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
তারই ধারাবাহিকতায় সোমবার বিষয়টি সব সরকারি- বেসরকারি মাদ্রাসার প্রধান কে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তারদের দল তাদের জন্য নির্ধারিত শ্রেণীর সব শিক্ষার্থীর ওজন উচ্চতা দৃষ্টিশক্তির পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার লিপিবদ্ধ করবে।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষুদে ডাক্তার দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষা একটি অভিনব কার্যক্রম, যাতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার, দলগতভাবে কাজ করার, এমনকি সুশৃংখলভাবে বেড়ে ওঠার সুযোগ রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে ক্ষুদে ডাক্তার এর দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক বৃদ্ধিসহ দৃষ্টি শক্তিতে ত্রুটি বা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য তথ্য শিক্ষকের নজরে আনতে পারছে ও বিষয়গুলো প্রাথমিক অবস্থাতেই সমাধানে সহায়ক ভূমিকা রাখছে।
আরও পড়ুন-
প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন শপথ পাঠের নির্দেশ
২০২২ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইবতেদায়ী ও দাখিল পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককে বিষয়টি জানাতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে লিখিত নির্দেশনা দিতেও অধিদপ্তরকে বলা হয়েছে।
-শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link