প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে তালিকা প্রকাশ |
আগামী বছর ২০২২ সালের শিক্ষাবর্ষের সরকারি - বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারি বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে শুধু মাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকছে।
গত বছরের ন্যায় এবারও প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে ৮৫ দিনের ছুটি রাখা হয়েছে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে ভোগ করতে পারবেন।
গত সোমবার (৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ছুটির তালিকা প্রকাশ করে। একাডেমিক ক্যালেন্ডারে ক্লাস - পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে।
ক্যালেন্ডারে বলা হয়েছে, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। প্রথম কর্মদিবস অর্থাৎ ১ জানুয়ারি বই দিবস হিসেবে পালিত হবে। পবিত্র রমজান, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ০১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত মোট ৩৫ দিন ছুটি থাকবে।
আরও পড়ুন -
প্রয়োজনে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবো: শিক্ষামন্ত্রী
গ্রীষ্মকালীন অবকাশ, বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে ছুটি থাকবে ১৫ মে থেকে ২৩ মে মোট ৮ দিন ছুটি রাখা হয়েছে।
ক্যালেন্ডারে আরো উল্লেখ করা হয়েছে, ঈদুল আযহা, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ৬ জুলাই থেকে ১৬ জুলাই মোট ৯ দিন, শ্রী শ্রী দুর্গাপূজা, ঈদ ই মিলাদুন্নবী (সা:), শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর মোট ৮ দিন এবং যীশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৬ দিনের ছুটি রাখা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয়ভাবে গুরত্বপূর্ণ দিবস ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে দিবসটি উদযাপন করতে বলা হয়েছে।
বিদ্যালয়ের সময়সূচি:
দুই শিফট বিদ্যালয়:
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে।বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
প্রাক প্রাথমিক সকাল ৯ থেকে বেলা ১১.৩০ পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত। দৈনিক সমাবেশ সকাল ১১.৩০ থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
এক শিফট বিদ্যালয়:
সকাল ৯টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত চলবে।
প্রাক প্রাথমিক সকাল ৯.৩০ থেকে বেলা ১২ টা পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৮টা থেকে বিকাল ৩.১৫ পর্যন্ত। দৈনিক সমাবেশ সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষার সময়সূচি:
প্রথম সাময়িক পরীক্ষা: ২৫ মে থেকে ২ জুন ২০২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় সাময়িক পরীক্ষা: ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী: ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
বার্ষিক পরীক্ষা: ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
বার্ষিক কর্মঘণ্টা:
এক শিফট বিদ্যালয়:
১ম ও ২য় শ্রেণি: ৭৭৯ ঘণ্টা, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি: ১০৮৬ ঘণ্টা ১৫ মিনিট।
দুই শিফট:
১ম ও ২য় শ্রেণি: ৬২৭ ঘণ্টা, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি: ৮৪১ ঘণ্টা ৩০ মিনিট।
প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে তালিকা প্রকাশ |
-শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link