শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট |
অনলাইন ডেস্কঃ দেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। উক্ত রিটে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ দিনের জন্য বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ বুধবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট আবেদন করেছেন।
আইনজীবী বলেন, করোনা শুরুর সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীরা কম আক্রান্ত হয়েছে। বর্তমানে করোনা আবার বেড়েছে। কিন্তু এখন সব খোলা থাকার কারণে শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রসা ও বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যাওয়া আসার জন্য গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে। এতে করে অনকেই হয়তো করোনা ভাইরাস নিয়ে বাসায় ফিরবে। ফলশ্রুতিতে পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছে।
আইনজীবী ইউনুস আলী আকন্দ আরো জানান, আবেদনটি হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান এর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।
এদিকে দেশব্যাপী করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করছে কোর্ট প্রশাসন।
আরও পড়ুন-
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবর 'গুজব'
-শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link