সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়বেঃ শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়বেঃ শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়বেঃ শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়বেঃ শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ছুটি আরও এক সপ্তাহ বাড়বে । বুধবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ তথ্য জানান। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন পর্যবেক্ষণের পক্ষে মত দিয়েছেন, যেহেতু সংক্রমণের হার বর্তমানে প্রায় ৩০ শতাংশ। সম্ভবত ৬ তারিখের পর আরো এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে বিকল্প সিদ্ধান্তও হতে পারে।


দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠান চলমান এ ছুটি আরও দুই সপ্তাহ বাড়তে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা।


তবে ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৬ জানুয়ারি থেকে পুনরায় শুরু হয়েছে।  


এদিকে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখুন। শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত।


করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়ছে, এটি যাতে শিশুদের পড়াশোনাকে বাধাগ্রস্থ করতে না পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। পড়াশোনার ক্ষেত্রে বিপর্যয় এড়াতে এবং শিশুদের তাদের শেখার পথে ফিরিয়ে আনতে ইউনিসেফ কিছু সুপারিশও করেছে।

- শিক্ষার খবর ডট কম 


Post a Comment

0 Comments