৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১২ সুত্র খুঁজি সুত্র বুঝি ২০২৩। Class 6 Math solution pdf 2023
৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১২ সূত্র খুঁজি সূত্র বুঝি ২০২৩। Class 6 Math solution pdf 2023। |
এবারের গণিত পাঠ্যপুস্তকটি তৈরির সময় দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যথা
১. চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান এবং
২. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।
৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান অধ্যায়-১২ সূত্র খুঁজি সূত্র বুঝি ২০২৩ pdf
গাণিতিক সূত্র খজিুঁ সূত্র বুঝি
প্রিয় শিক্ষার্থী, আমরা এই দ্বাদশ অধ্যায়ে সমস্যাবলির সূত্র খুঁজে বের করব এবং অতপর সূত্রের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে প্রশ্নাবলির উত্তর দেব।
৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১২ সূত্র খুঁজি সূত্র বুঝি ২০২৩। Class 6 Math solution pdf 2023
১) নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি।
খ) চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তিসহ ব্যাখ্যা করো।
গ) ১ম 100 টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে, তা নির্ণয় করো।
সমাধানঃ
(ক)
চতুর্থ চিত্রটি তৈরি করে আমরা পাই-
অর্থাৎ, চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা = 21 টি।
(খ)
চিত্রগুলোর রেখাংশের সংখ্যার গাণিতিক সূত্র নির্ণয়ঃ
১ম চিত্রে রেখাংশের সংখ্যা = 6 = 5×1 + 1
২য় চিত্রে রেখাংশের সংখ্যা = 11 = 5×2 + 1
৩য় চিত্রে রেখাংশের সংখ্যা = 16 = 5×3 + 1
৪র্থ চিত্রে রেখাংশের সংখ্যা = 21 = 5×4 + 1
∵ n-তম চিত্রে রেখাংশের সংখ্যা = 5n + 1
অর্থাৎ, চিত্রগুলোর রেখাংশের সংখ্যা 5n + 1 সূত্র মেনে চলে যেখানে n হলো চিত্রের সংখ্যা।
যুক্তিঃ
n = 1 হলে, 5n + 1 = 5×1 + 1 = 5 + 1 = 6 যা ১ম চিত্রের রেখাংশের সমান।
n = 2 হলে, 5n + 1 = 5×2 + 1 = 10 + 1 = 11 যা ২য় চিত্রের রেখাংশের সমান।
n = 3 হলে, 5n + 1 = 5×3 + 1 = 15 + 1 = 16 যা ৩য় চিত্রের রেখাংশের সমান।
(গ)
খ হতে লিখতে পারি,
100 টি চিত্রের মোট রেখাংশের সংখ্যা
= (5×1+1) + (5×2+1) + (5×3+1) + ……. + (5×100+1)
= 5(1+2+3+….+100) + 1×100
= 5(101×50)+100
= 5×5050 + 100
= 25350
২) আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে ৫০০ টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ১০০ টাকা বেশি সঞ্চয় করেন।
ক) সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যাসহ প্রকাশ করো।
খ) তিনি ৩০তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
গ) প্রথম ৩ বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন?
সমাধানঃ
(ক)
আনোয়ারা বেগম
১ম মাসে সঞ্চয় করেন 500 টাকা = 500
২য় মাসে সঞ্চয় করেন (500+100) টাকা = 600 টাকা
৩য় মাসে সঞ্চয় করেন = (600+100) টাকা = 700 টাকা
……………………………………………………………………………………..
এখন, এই শর্তকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে লিখিঃ
১ম মাসে সঞ্চয় করেন 500 টাকা = 400 + 1×100 টাকা
২য় মাসে সঞ্চয় করেন 600 টাকা = 400 + 2×100 টাকা
৩য় মাসে সঞ্চয় করেন 700 টাকা = 400 + 3×100 টাকা
…………………………………………………………………………………
∵ n তম মাসে সঞ্চয় করেন 400+ n×100 টাকা = 100(4+n) টাকা
অতএব, প্রদত্ত সঞ্চয়ের হিসাবের গাণিতিক সূত্র বা নীতির প্রকাশঃ 100(4+n) টাকা
ব্যাখ্যাঃ
n = 1 হলে, 100(4+n) = 100(4+1) = 100×5 = 500 যা ১ম মাসের সঞ্চয়ের সমান
n = 2 হলে, 100(4+n) = 100(4+2) = 100×6 = 600 যা ২য় মাসের সঞ্চয়ের সমান
n = 3 হলে, 100(4+n) = 100(4+3) = 100×7 = 700 যা ৩য় মাসের সঞ্চয়ের সমান।
(খ)
আনোয়ারা বেগমের ৩০তম মাসের সঞ্চয় নির্ণয়ঃ
ক হতে পাই,
সঞ্চয়ের গাণিতিক সূত্রঃ 100(4+n)
অতএব, n=30 হলে, ৩০তম মাসে সঞ্চয় = 100(4+30) টাকা =100×34 টাকা = 3400 টাকা।
(গ)
3 বছর = 3×12 মাস = 36 মাস।
ক হতে পাই,
সঞ্চয়ের গাণিতিক সূত্রঃ 100(4+n)
তাহলে,
36 মাসের মোট সঞ্চয়
= 100(4+1)+100(4+2)+100(4+3)+……….+100(4+36) টাকা
= 36×100×4 + 100(1+2+3+…………+36) টাকা
=14400+100×(37×18) টাকা [কার্ল ফ্রিডরিখ গাউস এর পদ্ধতি অনুসারে 1+2+3+……..+36 = 37×18 ]
= 14400+100×666 টাকা
= 14400+66600 টাকা
= 81000 টাকা।
৩) অরবিন্দু চাকমা পেনশনের টাকা পেয়ে ৫ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক ৩ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার ৮%।
ক) মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যাসহ তৈরি করো।
খ) তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম ৩ মাস পর কত টাকা মুনাফা পাবেন, তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করো।
গ) ৩ বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন?
সমাধানঃ
(ক)
১০০ টাকায় ১২ মাসের সুদ ৮ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৮/(১০০×১২) টাকা
৫০০০০০ টাকার ৩ মাসের সুদ (৮×৫০০০০০×৩)/(১০০×১২) টাকা
এখন,
(৮×৫০০০০০×৩)/(১০০×১২)
= ৫০০০০০×৮/১০০×৩/১২
= মূলধন×সূদের হার×সময়
= prn
অতএব, মূনাফা নির্ণিয়ের গাণিতিক সূত্রঃ prn
(খ)
১ম কিস্তিতে বা ৩ মাস পর মূনাফার পরিমান নির্ণয়ঃ
এক্ষেত্রে, সময় = ৩/১২
সুদের হার = ৮/১০০
মূলধন = ৫০০০০০
অতএব, মুনাফা = prn
= ৫০০০০০×৮/১০০×৩/১২
= ১০০০০ টাকা
(গ)
অরবিন্দ চাকমা ৩ মাস পরপর মুনাফা পান।
এখন ৩ বছর = ৩×১২ মাস = ৩৬ মাস
তাহলে, ৩৬ মাসে তিনি মোট (৩৬/৩) = ১২ কিস্তিতে মুনাফা পাবেন।
এখন,
১ম কিস্তির মুনাফা = ১০০০০ টাকা
১ম + ২য় কিস্তির মোট মুনাফা = ১০০০০ টাকা + ১০০০০ টাকা = ২×১০০০০ টাকা
তাহলে, ১২ কিস্তির মোট মুনাফা = ১২×১০০০০ টাকা = ১২০০০০ টাকা।
∵ ৩ বছর শেষে তিনি মোট মুনাফা পাবেন ১২০০০০ টাকা।
আরও দেখুন-
৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সকল অধ্যায়ের সমাধান pdf ২০২৩
৪) তোমাকে ১০০ কেজি চাল দান করতে বলা হলো। তবে সব চাল একসাথে দান করা যাবে না। ১ম দিন ১০০ কেজি থেকে অর্ধেক অর্থাৎ ৫০ কেজি দান করতে পারবে, ২য় দিন ৫০ কেজি থেকে অর্ধেক অর্থাৎ ২৫ কেজি দান করতে পারবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে হবে। সবগুলো চাল এভাবে দান করতে তোমার কত দিন সময় লাগবে? [বি:দ্র: কোনোভাবেই ১ কেজির কম দান করতে পারবে না]
সমাধানঃ
১ম দিন দান করতে পারব = ৫০ কেজি = ১০০/২ কেজি
২য় দিন দান করতে পারব = ২৫ কেজি = ১০০/৪ কেজি
৩য় দিন দান করতে পারব = ১২.৫ কেজি = ১০০/৮ কেজি
………………………………………………………………………………..
উপরের তথ্যসমূহ হতে দেখি দানের পরিমান গুনোত্তর হারে কমে যার ধারাটি নিন্মরুপঃ
২, ৪, ৮, ……………
বা, ২১, ২২, …….. ২n [n তম দিনে দান শেষ হবে ধরে]
এখন, n তম দিন দান শেষ হলে, শর্তমতে তখন দানের পরিমান ১০০/১০০ কেজি = ১ কেজি বা এর বেশি হতে হবে।
এখন, ২৬ = ৬৪ এবং ২৭ = ১২৮
এখন n=৬ হলে, দানের পরিমান = ১০০/৬৪ কেজি = ১.৫৬২৫ কেজি।
আবার, n=৭ হলে, দানের পরিমান = ১০০/১২৮ কেজি = ০.৭৮১২৫ কেজি।
কিন্তু দানের পরিমাণ ১ কেজির কম হতে পারবে না।
∵ সবগুলো চাল এভাবে দান করতে ৬ দিন সময় লাগবে।
৫) নিচের ছবিতে মেঝেটি ১২ ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে। প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে ১টি করে কম থাকবে।
ক) মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে?
খ) প্রতি বর্গফুট টাইলসের মূল্য ৭৫ টাকা হলে, টাইলস বাবদ কত টাকা খরচ হবে?
সমাধানঃ
(ক)
১২ ইঞ্চি = ১ ফুট
শর্তমতে,
ছবিতে, ১ম সারির দৈর্ঘ্য = ২০ ফুট ও শেষ সারির দৈর্ঘ্য = ১০ ফুট।
অতএব, ১ম ও শেষ সারিতে টাইলস থাকবে = ২০ টি ও ১০ টি; কারন প্রতিটি টাইলস এর দৈর্ঘ্য ১ ফুট।
এখন শর্তমতে,
১ম সারিতে টাইলস আছে ২০ টি
২য় সারিতে টাইলস আছে ১৯ টি
৩য় সারিতে টাইলস আছে ১৮ টি
……………………………………………..
শেষ সারিতে টাইলস আছে ১০ টি
তাহলে, মোট টাইলস সংখ্যা = ২০ + ১৯ + ১৮ + …….. + ১০ টি
এখন,
২০ + ১৯ + ১৮ + …….. + ১০
= (২০+১৯+১৮+…..+১) – (১+২+….+৯)
= ২১×১০ – ১০×৪.৫ [Carl Friedrich Gauss এর সূত্রমতে]
= ২১০ – ৪৫
= ১৬৫
∵ মেঝেটি ঢাকতে মোট টাইলস লাগবে ১৬৫টি।
(খ)
প্রতিটি টাইলস এর দৈর্ঘ্য = ১২ ইঞ্চি = ১ ফুট এবং টাইলসগুলো বর্গাকার।
অর্থাৎ, একটি টাইলসের ক্ষেত্রফল = ১ বর্গ ফুট
∵ ১৬৫ টি টাইলসের ক্ষেত্রফল = ১৬৫ বর্গ ফুট।
এখন,
১ বর্গফুট টাইলসের মূল্য = ৭৫ টাকা
∵ ১৬৫ বর্গফুট টাইলসের মূল্য = ১৬৫×৭৫ টাকা = ১২৩৭৫ টাকা।
৬) একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে ১৫টি ধাপে সাজালেন। একেবারে নিচের ধাপে দুইটি সারি করলেন এবং প্রতিটি সারিতে ৩০টি করে ইট রাখলেন।
পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি সারিতে ২টি করে ইট কম রাখলেন।
ক) একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে?
খ) ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো।
গ) সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে?
সমাধানঃ
(ক)
নিচ থেকে উপরের ধাপ অনুসারে,
১ম ধাপে দুইটি সারিতে ইট থাকবে ২×৩০ টি = ৬০ টি = ৬০ – ৪(১-১) টি
২য় ধাপের দুইটি সারিটে ইট থাকবে ২×২৮ টি = ৫৬ টি = ৬০ – ৪(২-১) টি
৩য় ধাপের দুইটি সারিতে ইট থাকবে ২×২৬ টি = ৫২ টি = ৬০ – ৪(৩-১) টি
অতএব, ১৫তম ধাপের দুইটি সারিতে ইট থাকবে = ৬০ – ৪(১৫-১) টি = ৬০ – ৪×১৪ টি= ৬০ – ৫৬ টি = ২৪ টি।
Tag: ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান, ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ১২তম অধ্যায়, ৬ষ্ঠ শ্রেণির গণিত সূত্র খুঁজি সূত্র বুঝি সমাধান, ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২০২৩, ষষ্ঠ শ্রেণির গণিত সূত্র খুঁজি সূত্র বুঝি সমাধান ২০২৩, ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান pdf, ষষ্ঠ শ্রেণির গণিত বই এর সমাধান, ৬ষ্ঠ শ্রেণীর গণিত বই pdf ২০২৩, , class 6 math solution pdf, class 6 math solution 10th chapter pdf , class six math solution pdf 2023
0 Comments
Do not share any link