সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

৭ম(সপ্তম) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৬ সর্বসমতা ও সদৃশতা ২০২৩। Class 7 Math solution pdf 2023

৭ম(সপ্তম) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৬ সর্বসমতা ও সদৃশতা ২০২৩। Class 7 Math solution/Guide pdf 2023

৭ম(সপ্তম) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৬ সর্বসমতা ও সদৃশতা ২০২৩। Class 7 Math solution pdf 2023
৭ম(সপ্তম) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৬ সর্বসমতা ও সদৃশতা ২০২৩। Class 7 Math solution pdf 2023


    প্রিয় শিক্ষার্থীরাশিক্ষার খবর ওয়েবসাইটে সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই জানো২০২৩ শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অন্যান্য বইয়ের সাথে সপ্তম শ্রেণীর জন্য নতুন গণিত বইটিও অনুমোদন করেছে।

    এবারের গণিত পাঠ্যপুস্তকটি তৈরির সময় দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যথা -

    ১. চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান এবং

    ২. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।

    ৭ম(সপ্তম) শ্রেণির গণিত সমাধান ২০২৩ pdf

    আজকের অধ্যায়ে আমরা সর্বসমতা ও সদৃশতা সংবলিত সমস্যা বা কাজ এর সমাধান করব। এই অধ্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সম্পর্কিত বিভিন্ন কাজ এর সমাধান এখানে সন্নিবেশিত করেছি।

    কোন কিছু বাদ গেলে বা জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রতিটি অধ্যায় নির্ভুলভাবে সমাধান দেওয়ার চেষ্টা করছি।

    শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বাস্তব উপকরণের মাধ্যমে বিভিন্ন গাণিতিক ধারণা লাভ করতে পারা এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরী। এ ধারণা গাণিতিক সমাধানের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। সেসব বিষয় সম্পর্কে ভালোভাবে জানার জন্য নিচে দেওয়া হলো -

    ৭ম(সপ্তম) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৬ সর্বসমতা ও সদৃশতা pdf

    সর্বসমতা ও সদৃশতা (congruence and similarity)

    আমরা এই অধ্যায়ে শিখন ফলাফলে কতগুলো সূত্র বা শর্ত জানব যার ভিত্তিতে আমরা সর্বসমতা ও সদৃশতা কেন হয় বা হয়ে থাকে তা জানব। তার ভিত্তিতে আমরা মূল কাজসমূহ সমাধান করব যা এই অধ্যায়ের শেষে প্রদত্ত আছে।

    ত্রিভুজের সর্বসমতা (congruence) এর শর্তঃ

    দুইটি ত্রিভুজের যেকোনো দুই বাহু এবং তাদের মধবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে।

    দুইটি ত্রিভুজের তিনটি বাহুই সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। 

    দুইটি ত্রিভুজের যেকোনো দুই কোণ এবং কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে।

    ত্রিভুজের সদৃশতা (similarity) এর শর্তঃ

    যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমানুপাতিক হয়, তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে।

    যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যেকার কোণগুলো যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে।

    যদি একটি ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুইটি কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে।

    চতুর্ভুজের সদৃশতা এর শর্তঃ

    দুইটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক এবং একটি অনুরূপ কোণ সমান হলে চতুর্ভুজ দুইটি সদৃশ।

    অনুশীলনী এর একক কাজঃ

    ১। চিত্রে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB=ACw চিহ্নিত কোণের পরিমাপ কত হবে?

    সমাধানঃ

    দেওয়া আছে,

    ত্রিভুজ ABC এর AB=AC.

    তাহলে,

    ABC=ACB [যেহেতু, সমদ্বিবাহু ত্রিভুজ এর সমান সমান কোণের বিপরীত কোণদ্বয়ও সমান]

    বা, ABC = ৫০° [চিত্র অনুসারে মান বসিয়ে]

    আবার, আমরা জানি,

    ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ২ সমকোণ

    অতএব,

    ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,

    ABC+ACB+BAC = ২ সমকোণ

    বা, ৫০° + ৫০°+ BAC = ১৮০°

    বা, ১০০° + BAC = ১৮০°

    বা, BAC = ১৮০° - ১০০°

    বা, BAC = ৮০°

    বা, w = ৮০°

    অতএব, w চিহ্নিত কোণের পরিমাণ ৮০°

    বিঃদ্রঃ চিত্রে w চিহ্নিত কোণের পরিমাণ উল্লেখ নেই এবং যে কোণের মান ৫০° দেওয়া আছে সেই অনুসারে প্রাপ্ত কোণ ৮০° হলেও চিত্রের মাপে বিভ্রান্ত হতে হয় যাই হোক উপরের সমাধান গাণিতিক, পরিমাপগত নয়]

    ২। চিত্রে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB=ACy চিহ্নিত কোণের পরিমাপ কত হবে?

    সমাধানঃ

    ত্রিভুজের তিন কোণের সমষ্টি সূত্র অনুসারে আমরা লিখতে পারি,

    ΔABC এর

    ABC+ACB+BAC = ২ সমকোণ

    বা, ABC+ACB+১০০° = ১৮০°

    বা, ABC+ACB = ১৮০°-১০০°

    বা, ABC+ACB = ৮০°

    এখন শর্ত অনুসারে, AB=AC

    তাহলে, ABC = ACB [[যেহেতু, সমদ্বিবাহু ত্রিভুজ এর সমান সমান কোণের বিপরীত কোণদ্বয়ও সমান]

    এখন,

    ABC+ACB = ৮০°

    বা, ABC+ACB = ৮০°

    বা, ABC+ABC = ৮০°

    বা, ABC = ৮০°

    বা, ABC = ৮০°/

    বা, ABC = ৪০°

    বা, y = ৪০°

    অতএব, y চিহ্নিত কোণের পরিমান ৪০°

    ৩। প্রদত্ত চিত্রে AB DE পরস্পর সমান্তরাল। চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

    (ক) কোণ ADE এর মান কত?

    (খ) চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খজেুঁ বের করো। কেন তারা সদৃশ হবে?

    (গ) সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে DE এর দৈর্ঘ্য বের করো।

    সমাধানঃ

    (ক)

    চিত্রে, AB DE পরস্পর সমান্তরাল এবং AC তাদের ছেদক।

    তাহলে,

    BAC = EDC [অনুরুপ কোণ]

    বা, EDC = BAC

    বা, EDC = ৫০°

    আবার,

    আমরা জানি,

    এক সরল কোণ = ১৮০°

    বা, ADC = ১৮০°

    বা, ADE+EDC = ১৮০°

    বা, ADE + ৫০° = ১৮০° [মান বসিয়ে]

    বা, ADE = ১৮০° – ৫০°

    বা, ADE = ১৩০°

    অতএব, কোণ ADE এর মান ১৩০°

    (খ)

    চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে, তারা হলোঃ ΔABC ΔDEC.

    ΔABC ΔDEC এর সদৃশ কেনঃ

    আমরা জানি,

    দুইটি ত্রিভুজ সদৃশ হবে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যেকার কোণগুলো যদি পরস্পর সমান হয়।

    চিত্র অনুসারে,

    AC : DC = (6+2) : 6 = 8 : 6 = 4 : 3

    আবার,

    BC : EC = (9+3) : 9 = 12 : 9 = 4 : 3

    এবং এদের মধ্যবর্তী কোণ BCA = ECD

    অতএব, ΔABC ΔDEC সদৃশ [কেন দেখানো হলো]

    (গ)

    সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে DE এর দৈর্ঘ্য নির্ণয়ঃ

    খ হতে আমরা পাই,

    ΔABC ΔDEC সদৃশ।

    আবার আমরা জানি,

    যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমানুপাতিক হয়, তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে।

    তাহলে, ΔABC তিন বাহু, ΔDEC তিন বাহু সমানুপাতিক হবে।

    চিত্র অনুসারে,

    AC : DC = (6+2) : 6 = 8 : 6 = 4 : 3

    BC : EC = (9+3) : 9 = 12 : 9 = 4 : 3

    তাহলে,

    AB : DE = 4 : 3

    বা, 6 : DE = 4 : 3

    বা, 6/DE = 4/3

    বা, 4DE = 6×3

    বা, 4DE = 18

    বা, DE = 18/4

    বা, DE = 9/2

    বা, DE = 4.5

    অতএব, DE এর দৈর্ঘ্য 4.5 সেমি।



    আরও দেখুন-



    শিক্ষার খবর ডট কমের সপ্তম শ্রেণির গণিত বইয়ের প্রতি অধ্যায়ের নির্ভুল সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হবে। সকল অধ্যায়ের সমাধান আপডেট পেতে শিক্ষার খবর ডট কমের সাথে থাকুন।




    Tag: সপ্তম শ্রেণির গণিত সমাধান অধ্যায় ৬, ৭ম শ্রেণির গণিত সমাধান ৬ অধ্যায়, ৭ম শ্রেণির গণিত সর্বসমতা ও সদৃশতা সমাধান, ৭ম শ্রেণির গণিত সমাধান ২০২৩, সপ্তম শ্রেণির গণিত সর্বসমতা ও সদৃশতা সমাধান ২০২৩, ৭ম শ্রেণির গণিত সমাধান pdf, সপ্তম শ্রেণির গণিত বই এর সমাধান, ৭ম শ্রেণীর গণিত বই pdf ২০২৩, class 7 math solution pdf, class 7 math solution 6th chapter pdf , class seven math solution pdf 2023

    Post a Comment

    1 Comments

    Do not share any link