প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা pdf ২০২৩। প্রাক- প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf
প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা pdf ২০২৩। প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf |
প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান করতে হলে শিক্ষক সহায়িকা অনুসরণ করা জরুরী। শিশু শ্রেণির কার্যক্রমের প্রত্যেকটি বিষয়ের পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে এতে। বিশেষ করে প্রাক-প্রাথমিক শিক্ষকের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা বইটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রাক -প্রাথমিক শিক্ষক সহায়িকা pdf 2019
৫+ বছর বয়সী শিশুদেরকে জড়তা মুক্ত করে প্রথম শ্রেণিতে ভর্তির উপযোগী করে গড়ে তোলাই প্রাক- প্রাথমিক শিক্ষার একমাত্র এবং অন্যতম লক্ষ্য।
প্রাক- প্রাথমিক শিক্ষার লক্ষ্য,উদ্দেশ্য,মূলনীতি, শিশুর বিকাশের ক্ষেত্র, শিখন শেখানো সামগ্রী তালিকা,সাপ্তাহিক ক্লাস রুটিন,প্রাক- প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য এবং শিক্ষকের জন্য তথ্য ও নির্দেশাবলি সন্নিবেশ করা হয়েছে। যা শুধুমাত্র প্রাক- প্রাথমিকের শিক্ষকের জন্যই নয়,সকল শিক্ষক এবং অভিভাবক হিসেবে মাতাপিতার জন্যও শিশু মনোবিজ্ঞানের কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
প্রাক -প্রাথমিক শিক্ষক সহায়িকা বই pdf
প্রাক-প্রাথমিক সহায়িকা বইটিতে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো হল-
- প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য
- প্রাত্যহিক সমাবেশ
- ব্যয়াম
- সৃজনশীল কাজ
- গাণিতিক সমাধান
- ভাষা শিক্ষা
- খেলা
- ছড়া
- গান গাওয়া
- অভিনয় করা
- অন্যান্য কাজ
তাহলে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করে প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা সংগ্রহ করুন।
আরও দেখুন-
সকল শ্রেণির পিডিএফ বই ও শিক্ষক সহায়িকা পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
Tag: শিক্ষক সহায়িকা প্রাক প্রাথমিক, Nctb প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকা, শিক্ষক সহায়িকা কাকে বলে,শিক্ষক সহায়িকা pdf,শিক্ষক সহায়িকা কি.
0 Comments
Do not share any link