সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া বাংলা উচ্চারণ। Roja Rakhar Niot/Iftar dua bangla

রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া বাংলা উচ্চারণ। Roja Rakhar Niot/Iftar dua bangla

রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া বাংলা উচ্চারণ। Roja Rakhar NiotDoa bangla

রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া বাংলা উচ্চারণ। Roja Rakhar Niot/Doa bangla

    আসসালামু আলাইকুম, শিক্ষার খবর ডট কমে স্বাগতম।  এখন পবিত্র রমজান মাস। সিয়াম সাধনের মাস।  আজ আমরা শেয়ার করব রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া বাংলা, আরবি উচ্চারণসহ।  

    ইসলামের বিধানানুযায়ী পবিত্র রমজানে প্রতিটি সুস্থ-সবল মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ। তাই ফজরের আজানের আগে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে দিনের রোজার সমাপ্তি ঘটে। এই দু'টি সময়ে কিন্তু সাউম বা রোজার নিয়ত এবং দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। তথা, সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয়, আবার ইফতারের আগে দোয়া করে ইফতার শুরু করতে হয়।

    রোজার নিয়ত: 

    সাহরি খাওয়ার শেষে রোজা রাখার নিয়ত করতে হয়। রোজা রাখার আরবি নিয়ত হল:  نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

    রোজার নিয়ত এর বাংলা উচ্চারণ:

    নাওয়াইতু আন আছুমা গদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আংতাস সামিউল আলিম।

    রোজার নিয়ত এর বাংলায় অর্থ: 

    হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব, তুমি আমার পক্ষ থেকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

    রোজার বাংলায় নিয়ত: 

    হে আল্লাহ! আপনার সন্তুষ্টির জন্য আমি আগামীকাল পবিত্র রমজানের ফরজ রোযা রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।

    ইফতারের দোয়া: Iftar dua

    ইফতারের আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

    ইফতারের দোয়া বাংলা উচ্চারণ : Iftar dua bangla 

    আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়ালা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

    ইফতারের দোয়ার বাংলা অর্থ: 

    হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি।

    ইফতারের বাংলা নিয়ত: 

    হে আল্লাহ, আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরজ রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনে রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার শুরু করছি। তারপর বিসমিল্লাহি ওয়া'আলা বারাকাতিল্লাহবলে ইফতার করা।


    ইফতারের দোয়া ছবি: 

    রোজার নিয়ত ও সেহরি-ইফতারের দোয়া বাংলা উচ্চারণ। Roja Rakhar NiotDoa bangla


    tag: ইফতারের দোয়া বাংলা উচ্চারণ, রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা, ইফতারের দোয়া ছবি, ইফতারের দোয়া সহীহ,সেহরি ও ইফতারের দোয়া, আশুরার রোজার নিয়ত Iftar dua bangla.

    Post a Comment

    0 Comments